Read sample
Read

জ্বলন্ত অপরাধবোধ - ৪র্থ অধ্যায়

ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশনের কাছে কোনো সেরকম খবর ছিল না। কিন্তু জোহান ব্যোয়ের স্ত্রী এবং সহকর্মীদের জেরা করার পরে, রোল্যান্ড বেনিটো নিশ্চিত হয়ে গেলেন যে পুলিশ অফিসারটি স্বামী হিসাবে খুব একটা বিশ্বস্ত ছিলেন না। খুনীর হয়তো তাঁর সহকর্মীদের থেকে আলাদা কোনো উদ্দেশ্য ছিল। তাঁরা জোহান ব্যোয়ের ছেলে লুকাসকেও জেরা করেন, যে খুনের যোগসূত্র খোঁজায় আশাতীত উপকার করতে পারবে বলেই তাঁর মনে হয়েছিল। তদন্তটা নতুন দিকে মোড় নেয় যখন অ্যানে লার্সেন রোল্যান্ডোর দ্বারস্থ হন। তিনি যা যা আবিষ্কার করেছেন তা রোল্যান্ডোকে জানান, এবং তিনি এই সন্দেহের কথাও তুলে ধরেন যে অগ্নিকান্ডে ব্যোয়ের আগ্রহ হয়তো ব্যক্তিগত কারণেই ছিল। ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন (জন্ম 1960) একজন ড্যানিশ লেখিকা। ম্যাডসেন মূলতঃ একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। 2008 সালে "ডুক্কেবারনেট" নামক অপরাধমূলক উপন্যাস দিয়ে তিনি তাঁর লেখিকা জীবনের সূচনা করেন, এবং তার পর থেকে তিনি একই ধারার বেশ কিছু বই লিখেছেন। সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল "ড্র্যাব এফটার বেগেরিং" (2009), "স্ল্যাঙ্গেনস গিফ্ট" (2014), "ডোমার ওগ বোডেল" (2015),"ব্লোডরেগেন" (2016) এবং "দ্য ক্লীনার" (2019)।
0,64  EUR
Buy Epub (e-book)
Incl. streaming access
Edition
Printed pages25 Sider
Publish date06 Aug 2019
Published bySAGA Egmont
Languageben
ISBN epub9788726227628